Passa a Pro

ছবিতে দেখানো প্রাণিটির নাম ওরফিশ (Regalecus glesne) ! যাকে বলা হয় 'Harbinger of Doom '😮 মানে কেয়ামত? হ্যাঁ এই মাছের আরেক নাম 'কেয়ামতের দূত'! সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এমন একটি ওরমাছের সন্ধান পাওয়া গেছে। কেন এই মাছটি রহস্যময় চলুন বিস্তারিত জেনে আসি –

পৃথিবীর মোট আয়তনের চার ভাগের তিন ভাগই সমূদ্রবেষ্টিত। সমূদ্রের ধু ধু জলরাশির মধ্যেই লুকিয়ে আছে কত হাজারো জীবের সমাহার! যার মধ্যে হয়ত অধিকাংশ প্রাণির হদিসই মানুষের কাছে নেই। কখনো জানাও বোধহয় সম্ভব নয়, কারণ এই সমূদ্রমালা তো বিশাল, যার গভীর থেকে গভীরে যে কত দৈত্যাকার রহস্যময় প্রাণের অস্তিত্ব আছে তা আমাদের ধারণাতীত! তেমনই একটি দৈত্যাকার মাছ হলো ওরফিশ। খুবই অদ্ভুত দর্শন এবং অস্বাভাবিকভাবে লম্বা এই মাছের দেখা মিলবে সমূদ্রের ১০০০ মিটার গভীরে মেসোপিলেজিক জোনে!বুঝতেই পারছেন এগুলো খালি চোখে দেখতে পাওয়া কতটা দূর্লভ। লম্বায় এরা সর্বোচ্চ ৩০ ফিট পর্যন্ত হতে পারে, এই লম্বা ও বিশাল দেহ নিয়ে পানিতে ভেসে থাকতে এরা বিশেষ এক ধরনের কৌশল অবলম্বন করে। ওরফিশ উল্লম্ব ভাবে একেঁবেকেঁ চলতে স্বাচ্ছন্দবোধ করে। রুপালী বর্ণের এই অদ্ভুত মাছ সাধারণত ক্রিল,প্লাংকটন জাতীয় জীব আহার করে। এই মাছের একটি ভয়ানক নাম আছে। 'The Doomsday Fish' । আসলেই কি এরা কেয়ামতের সংকেত ? 🙄😬

ইতিহাস বলছে, এই ওরফিশ যেখানে দেখা যায় সেখানে নাকি বড়সড় বিপর্যয় বা প্রাকৃতিক দূর্যোগ হানা দেয়! যেসব অঞ্চলে কয়েকবার সমুদ্রের তীরে এই রহস্যময় মাছ দেখা গিয়েছিল, পরবর্তীতে ঐ এলাকায় ভয়াবহ দুর্যোগ ঘটেছে। ২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, তার কিছুদিন পূর্বেই সমূদ্রতটে প্রায় ২০টির মত ওরফিশ দেখা গিয়েছিল। এগুলো কোনো এক অজানা কারণে ১০০০ মিটার নিচ থেকে উঠে এসেছিল।
এর পরে ২০১৭ সালে ফিলিপিনের মিনডানোতে স্থানীয়রা কয়েকটি ওরফিশ দেখতে পেয়েছিল। তার কিছুদিন পরেই এলাকাটিতে 6.7 মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং শক্তিশালী (৯.৫ মাত্রার!) ১৯৬০ সালের চিলি তে সংঘটিত ভূমিকম্পের আগেও নাকি অনেক মানুষ সমুদ্রতীরে ওরফিশের মতো অনেক উদ্ভট সামুদ্রিক প্রানি দেখেছে বলে দাবি করছে ! যদিও গভীর জলের মাছ বলে ওরফিশ কখনো সমূদ্রের উপরে উঠে আসে না, আর দেখা গেলেও তা খুব দুর্লভ। আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
আসলে কী এই ওরফিশের কোনো অলৌকিক শক্তি আছে ? এরা কী ভবিষ্যতবাণী দেওয়ার ক্ষমতা রাখে? নাকি বড় বড় দূর্যোগের পূর্বে এদেরকে দেখতে পাওয়া নিছক কাকতালীয় ঘটনা মাত্র? আপনার কী মনে হয়?
মতামত জানাতে ভুলবেন না।
ছবিতে দেখানো প্রাণিটির নাম ওরফিশ (Regalecus glesne) ! যাকে বলা হয় 'Harbinger of Doom '😮 মানে কেয়ামত? হ্যাঁ এই মাছের আরেক নাম 'কেয়ামতের দূত'! সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এমন একটি ওরমাছের সন্ধান পাওয়া গেছে। কেন এই মাছটি রহস্যময় চলুন বিস্তারিত জেনে আসি – পৃথিবীর মোট আয়তনের চার ভাগের তিন ভাগই সমূদ্রবেষ্টিত। সমূদ্রের ধু ধু জলরাশির মধ্যেই লুকিয়ে আছে কত হাজারো জীবের সমাহার! যার মধ্যে হয়ত অধিকাংশ প্রাণির হদিসই মানুষের কাছে নেই। কখনো জানাও বোধহয় সম্ভব নয়, কারণ এই সমূদ্রমালা তো বিশাল, যার গভীর থেকে গভীরে যে কত দৈত্যাকার রহস্যময় প্রাণের অস্তিত্ব আছে তা আমাদের ধারণাতীত! তেমনই একটি দৈত্যাকার মাছ হলো ওরফিশ। খুবই অদ্ভুত দর্শন এবং অস্বাভাবিকভাবে লম্বা এই মাছের দেখা মিলবে সমূদ্রের ১০০০ মিটার গভীরে মেসোপিলেজিক জোনে!বুঝতেই পারছেন এগুলো খালি চোখে দেখতে পাওয়া কতটা দূর্লভ। লম্বায় এরা সর্বোচ্চ ৩০ ফিট পর্যন্ত হতে পারে, এই লম্বা ও বিশাল দেহ নিয়ে পানিতে ভেসে থাকতে এরা বিশেষ এক ধরনের কৌশল অবলম্বন করে। ওরফিশ উল্লম্ব ভাবে একেঁবেকেঁ চলতে স্বাচ্ছন্দবোধ করে। রুপালী বর্ণের এই অদ্ভুত মাছ সাধারণত ক্রিল,প্লাংকটন জাতীয় জীব আহার করে। এই মাছের একটি ভয়ানক নাম আছে। 'The Doomsday Fish' । আসলেই কি এরা কেয়ামতের সংকেত ? 🙄😬 ইতিহাস বলছে, এই ওরফিশ যেখানে দেখা যায় সেখানে নাকি বড়সড় বিপর্যয় বা প্রাকৃতিক দূর্যোগ হানা দেয়! যেসব অঞ্চলে কয়েকবার সমুদ্রের তীরে এই রহস্যময় মাছ দেখা গিয়েছিল, পরবর্তীতে ঐ এলাকায় ভয়াবহ দুর্যোগ ঘটেছে। ২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, তার কিছুদিন পূর্বেই সমূদ্রতটে প্রায় ২০টির মত ওরফিশ দেখা গিয়েছিল। এগুলো কোনো এক অজানা কারণে ১০০০ মিটার নিচ থেকে উঠে এসেছিল। এর পরে ২০১৭ সালে ফিলিপিনের মিনডানোতে স্থানীয়রা কয়েকটি ওরফিশ দেখতে পেয়েছিল। তার কিছুদিন পরেই এলাকাটিতে 6.7 মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং শক্তিশালী (৯.৫ মাত্রার!) ১৯৬০ সালের চিলি তে সংঘটিত ভূমিকম্পের আগেও নাকি অনেক মানুষ সমুদ্রতীরে ওরফিশের মতো অনেক উদ্ভট সামুদ্রিক প্রানি দেখেছে বলে দাবি করছে ! যদিও গভীর জলের মাছ বলে ওরফিশ কখনো সমূদ্রের উপরে উঠে আসে না, আর দেখা গেলেও তা খুব দুর্লভ। আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া যায়। আসলে কী এই ওরফিশের কোনো অলৌকিক শক্তি আছে ? এরা কী ভবিষ্যতবাণী দেওয়ার ক্ষমতা রাখে? নাকি বড় বড় দূর্যোগের পূর্বে এদেরকে দেখতে পাওয়া নিছক কাকতালীয় ঘটনা মাত্র? আপনার কী মনে হয়? মতামত জানাতে ভুলবেন না।
·31 Views ·0 Anteprima