Upgrade to Pro

বসন্তের প্রতীক্ষা
আফরুজা ইসলাম তাজ

পাতাঝরা গাছটি দাঁড়িয়ে
বসন্তের প্রতীক্ষায়।
পাতা ঝরছে, মন দুলছে—
কখন আসবে বসন্ত?

শোনা যাবে কুকিলের কুহুকিনী,
নিস্তব্ধ প্রকৃতি আবার
উঠবে কখন জেগে?
কখন আবার ফুটবে শিমুল, পলাশ, বকুল?

কখন বাতাসে ভেসে আসবে
ফাগুনের মিষ্টি সুবাস?
পাখিরা গাবে মধুর গীতি,
পৃথিবী হবে মধুময়।

বসন্তের আগমনে মুছে যাবে ক্লান্তি,
পথের পাশে ফুটবে বেলি,
বেলির গন্ধে ভরে যাবে পথের ধারা,
বসন্তে পূর্ণ হবে পৃথিবীর সুর।
বসন্তের প্রতীক্ষা আফরুজা ইসলাম তাজ পাতাঝরা গাছটি দাঁড়িয়ে বসন্তের প্রতীক্ষায়। পাতা ঝরছে, মন দুলছে— কখন আসবে বসন্ত? শোনা যাবে কুকিলের কুহুকিনী, নিস্তব্ধ প্রকৃতি আবার উঠবে কখন জেগে? কখন আবার ফুটবে শিমুল, পলাশ, বকুল? কখন বাতাসে ভেসে আসবে ফাগুনের মিষ্টি সুবাস? পাখিরা গাবে মধুর গীতি, পৃথিবী হবে মধুময়। বসন্তের আগমনে মুছে যাবে ক্লান্তি, পথের পাশে ফুটবে বেলি, বেলির গন্ধে ভরে যাবে পথের ধারা, বসন্তে পূর্ণ হবে পৃথিবীর সুর।
Love
2
1 Commentarios ·26 Views ·0 Vista previa