Passa a Pro

কখনো কারো মন থেকে উঠে গেছো? মন থেকে; আমি নাকি মায়াবতীর মন থেকে উঠে গেছি,সে বলে তার কোন মায়া নেই আজ আর আমার প্রতি, শেষমেষ বলেছে ভালোবাসে'নি!

একাকিত্বের দিনে সে আর কখনোই স্মৃতির আতর মেখে আসেনি,সে আসেনি,আমার লেখা গান আর শোনেনি,হয়তো সত্যিই ভালোবাসে'নি!

মেঘের মেয়ে হয়তো আমায় আর মনে রাখবে না,আমায় নিয়ে কখনো ভাববে না,কখনোই কেউ আর বলবে না তোমায় আর কিছুক্ষণ দেখি,সে ভালোবাসি বলেও ভালোবাসে'নি,জানি আমি হীন তার অভাব হবে না ভালোবাসায়, তবে আমি অভাবী থেকে যাব জীবদ্দশায়!

মানুষ হয়তো হারিয়ে ফেলার পরেই সবচেয়ে বেশি ভালবাসে,অথবা পাওয়ার আগে,আমরা পেয়ে গেলেই তা ছেড়ে দেই,অবহেলায় রাখি তীব্র অযত্নে তা নষ্ট করি,সে ভালোবাসি বলেও আমায় ভালোবাসেনি!

দেখো একদিন তোমার আক্ষেপের ডানায় ভর করে আমার মৃত্যুদিন চলে আসবে,তুমি দেখতে পারবে কবি না থাকলে কবিতারা হয়ে যায় কতটা একা,তুমি টের পাবে নীরবতা'য় লুকানো ছিল কতটা যন্ত্রণা,ক্ষমা কর সেদিন আর আমায় ভালবাসতে চেওনা, তুমি ভালোবাসা বুঝলে না ভালবাসলে না!
কখনো কারো মন থেকে উঠে গেছো? মন থেকে; আমি নাকি মায়াবতীর মন থেকে উঠে গেছি,সে বলে তার কোন মায়া নেই আজ আর আমার প্রতি, শেষমেষ বলেছে ভালোবাসে'নি! একাকিত্বের দিনে সে আর কখনোই স্মৃতির আতর মেখে আসেনি,সে আসেনি,আমার লেখা গান আর শোনেনি,হয়তো সত্যিই ভালোবাসে'নি! মেঘের মেয়ে হয়তো আমায় আর মনে রাখবে না,আমায় নিয়ে কখনো ভাববে না,কখনোই কেউ আর বলবে না তোমায় আর কিছুক্ষণ দেখি,সে ভালোবাসি বলেও ভালোবাসে'নি,জানি আমি হীন তার অভাব হবে না ভালোবাসায়, তবে আমি অভাবী থেকে যাব জীবদ্দশায়! মানুষ হয়তো হারিয়ে ফেলার পরেই সবচেয়ে বেশি ভালবাসে,অথবা পাওয়ার আগে,আমরা পেয়ে গেলেই তা ছেড়ে দেই,অবহেলায় রাখি তীব্র অযত্নে তা নষ্ট করি,সে ভালোবাসি বলেও আমায় ভালোবাসেনি! দেখো একদিন তোমার আক্ষেপের ডানায় ভর করে আমার মৃত্যুদিন চলে আসবে,তুমি দেখতে পারবে কবি না থাকলে কবিতারা হয়ে যায় কতটা একা,তুমি টের পাবে নীরবতা'য় লুকানো ছিল কতটা যন্ত্রণা,ক্ষমা কর সেদিন আর আমায় ভালবাসতে চেওনা, তুমি ভালোবাসা বুঝলে না ভালবাসলে না!
Wow
1
·27 Views ·0 Anteprima