দুঃখবিলাসী
আফরুজা ইসলাম তাজ

বিষণ্ণ মেদুর আকাশের পানে চাহিয়া ভাবিলাম,
মনোহর মনোরম ধরণী মাঝে কেন এত দুঃখের আবির্ভাব?
কেন দুঃখের স্রোতে ভেসে যায় ধরা।
কালো মেঘ সরে, আকাশ আলোকিত হয়,
কিন্তু দুঃখ ত বিদায় নেয় না।
সুখের সন্ধানে ছুটে চলে মন,
কিন্তু সুখের দেখা মিলে না।
তবু হাজারো আশা জাগে মনে,
হৃদয়ের গহীনে জমা সুখের তরঙ্গ।
দুঃখবিলাসী আফরুজা ইসলাম তাজ বিষণ্ণ মেদুর আকাশের পানে চাহিয়া ভাবিলাম, মনোহর মনোরম ধরণী মাঝে কেন এত দুঃখের আবির্ভাব? কেন দুঃখের স্রোতে ভেসে যায় ধরা। কালো মেঘ সরে, আকাশ আলোকিত হয়, কিন্তু দুঃখ ত বিদায় নেয় না। সুখের সন্ধানে ছুটে চলে মন, কিন্তু সুখের দেখা মিলে না। তবু হাজারো আশা জাগে মনে, হৃদয়ের গহীনে জমা সুখের তরঙ্গ।
Love
Yay
Wow
3
0 Commentarios 0 Acciones 43 Views 0 Vista previa