পথশিশু
আফরুজা ইসলাম তাজ

নেই কোনো ঘর, নেই বাড়ি,
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়।
নেই তার পরিচয়,
আপন বলতে কেউ নেই,
শুধু আছে নিজ প্রাণ।

লাঞ্ছনা আর দুর্ব্যবহারের বোঝা,
খিদার জ্বালা সহ্য হয় না।
তাই তো ভিক্ষার থালা হাতে
ঘুরে বেড়ায় রাস্তা আর স্টেশনে।

কখনো কারো ফেলে দেওয়া উচ্ছিষ্ট,
যদি ভাগ্যে জুটে,
তাহলে মনের আনন্দে হাসে,
তৃপ্তির মুহূর্তে।

হাজারো আশা-নিরাশা নিয়ে বেঁচে থাকে
ছন্নছাড়া পথশিশু,
চলে সুখের আশায়।
হাতে স্বপ্নের ঝুড়ি, আলোর দিকে;
জীবন নামক যুদ্ধে লড়াই করে অবিরাম।
পথশিশু আফরুজা ইসলাম তাজ নেই কোনো ঘর, নেই বাড়ি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। নেই তার পরিচয়, আপন বলতে কেউ নেই, শুধু আছে নিজ প্রাণ। লাঞ্ছনা আর দুর্ব্যবহারের বোঝা, খিদার জ্বালা সহ্য হয় না। তাই তো ভিক্ষার থালা হাতে ঘুরে বেড়ায় রাস্তা আর স্টেশনে। কখনো কারো ফেলে দেওয়া উচ্ছিষ্ট, যদি ভাগ্যে জুটে, তাহলে মনের আনন্দে হাসে, তৃপ্তির মুহূর্তে। হাজারো আশা-নিরাশা নিয়ে বেঁচে থাকে ছন্নছাড়া পথশিশু, চলে সুখের আশায়। হাতে স্বপ্নের ঝুড়ি, আলোর দিকে; জীবন নামক যুদ্ধে লড়াই করে অবিরাম।
Yay
Like
Love
6
2 মন্তব্য 0 শেয়ার 53 ভিউ 0 রিভিউ