Upgrade to Pro

নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ চিরকাল কাউকে শূণ্য রাখেন না। কোন না কোনও কিছু দিয়ে শূণ্যস্থান পূরণ করেই দেন।
ভরসা রাখুন মহান আল্লাহর উপর তিনি আপনাকে হতাশ করবেন না।
আল্লাহ বলেন: মনে রেখো, তুমি একা নও! তোমার একজন রব আছেন। তিনি তোমাকে দেখছেন।
তুমি যা প্রকাশ করো কিংবা গোপন রাখো!
তিনিই তো অন্তরের অধিপতি।

নিশ্চয়ই তিনি অন্তর সমূহের পালনকর্তা।
সুতরাং, আল্লাহ কে স্বরণ করো,তিনিও তোমাদের স্বরণ করবেন।

জেনে রেখো, আল্লাহর স্বরণেই অন্তর প্রশান্তি লাভ করে!
যখন তুমি প্রচন্ড দুঃখ নিয়ে আকাশের দিকে তাকাও, নিশ্চয়ই তোমার এই আয়াত টাই মনে পড়ে...

"আকাশের দিকে তোমার বার বার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি!"
"আমি তোমাদের গলার ধমনী থেকেও আরো কাছে!"
"আমার সাহায্য খুব কাছে।"
"আমি তোমাদের সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে!"
"অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামত কে অস্বীকার করবে!"

আমি মাঝে মাঝে খুবই
অবাক হয়ে যাই, আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেকটি অনুভূতির জবাব দিয়ে রেখেছেন। সুবহানআল্লাহ!!
সত্যি এভাবে বিভিন্ন আয়াত দিয়ে লিখতে গেলে আমি শেষ করতে পারবোনা। আমার লিখা শেষ হবে না!
একা বসে বসে বা শুয়ে শুয়ে মন খারাপ না করে, এগুলো ভাববেন!! দেখবেন মন অনেক টা ভালো হয়ে গেছে।অথবা মন খারাপ এর কারণ টা ভুলে গেছেন!

আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানের পরিধি বাড়িয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন
নিজের পরিস্থিতি নিয়ে কখনো হতাশ হবেন না। আল্লাহ চিরকাল কাউকে শূণ্য রাখেন না। কোন না কোনও কিছু দিয়ে শূণ্যস্থান পূরণ করেই দেন। ভরসা রাখুন মহান আল্লাহর উপর তিনি আপনাকে হতাশ করবেন না। আল্লাহ বলেন: মনে রেখো, তুমি একা নও! তোমার একজন রব আছেন। তিনি তোমাকে দেখছেন। তুমি যা প্রকাশ করো কিংবা গোপন রাখো! তিনিই তো অন্তরের অধিপতি। নিশ্চয়ই তিনি অন্তর সমূহের পালনকর্তা। সুতরাং, আল্লাহ কে স্বরণ করো,তিনিও তোমাদের স্বরণ করবেন। জেনে রেখো, আল্লাহর স্বরণেই অন্তর প্রশান্তি লাভ করে! যখন তুমি প্রচন্ড দুঃখ নিয়ে আকাশের দিকে তাকাও, নিশ্চয়ই তোমার এই আয়াত টাই মনে পড়ে... "আকাশের দিকে তোমার বার বার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি!" "আমি তোমাদের গলার ধমনী থেকেও আরো কাছে!" "আমার সাহায্য খুব কাছে।" "আমি তোমাদের সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে!" "অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামত কে অস্বীকার করবে!" আমি মাঝে মাঝে খুবই অবাক হয়ে যাই, আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেকটি অনুভূতির জবাব দিয়ে রেখেছেন। সুবহানআল্লাহ!! সত্যি এভাবে বিভিন্ন আয়াত দিয়ে লিখতে গেলে আমি শেষ করতে পারবোনা। আমার লিখা শেষ হবে না! একা বসে বসে বা শুয়ে শুয়ে মন খারাপ না করে, এগুলো ভাববেন!! দেখবেন মন অনেক টা ভালো হয়ে গেছে।অথবা মন খারাপ এর কারণ টা ভুলে গেছেন! আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানের পরিধি বাড়িয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন
Like
1
·44 Ansichten ·0 Vorschau