Atualizar para Plus

  • ·54 Visualizações ·0 Anterior
  • ·55 Visualizações ·0 Anterior
  • চুরি করতে গিয়ে কাশিআর প্রপোজ করতে গিয়ে হাসিদুটোই বিপদজনক
    চুরি করতে গিয়ে কাশিআর প্রপোজ করতে গিয়ে হাসিদুটোই বিপদজনক
    Haha
    1
    ·28 Visualizações ·0 Anterior
  • গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি..! অন্য কিছুই তাকে মুগ্ধ করতে পারবে না😶
    গ্রামের সৌন্দর্য ইন্টারনেটের ছবি দেখে কখনোই বোঝা সম্ভব নয়। গ্রামে এখনো মানুষ একে অপরকে যত্ন নেয়। কারণ গ্রামে কোন কিছুই গোপন থাকে না। আপনি নিজের সম্পর্কে সবকিছু একটি গ্রামেই আবিষ্কার করতে পারবেন। কোন রকম উপলব্ধি না করে একটি ছোট্ট গ্রামে হারিয়ে যাওয়া সম্ভব। তাইতো কবি জসীমউদ্দীন নিমন্ত্রণ কবিতায় বলেছেন...
    তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
    গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
    মায়া মমতায় জড়াজড়ি করি
    মোর গেহখানি রহিয়াছে ভরি,
    মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
    তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,

    ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,
    কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;
    ঘাটের কিনারে আছে বাঁধা তরী
    পারের খবর টানাটানি করি;
    বিনাসুতি মালা গাথিছে নিতুই এপার ওপার দিয়া;
    বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া।

    তুমি যাবে ভাই- যাবে মোর সাথে, ছোট সে কাজল গাঁয়,
    গলাগলি ধরি কলা বন; যেন ঘিরিয়া রয়েছে তায়।
    সরু পথ খানি সুতায় বাঁধিয়া
    দূর পথিকেরে আনিছে টানিয়া,
    বনের হাওয়ায়, গাছের ছায়ায়, ধরিয়া রাখিবে তায়,
    বুকখানি তার ভরে দেবে বুঝি, মায়া আর মমতায়!

    তুমি যাবে ভাই যাবে মোর সাথে – নরম ঘাসের পাতে
    চম্বন রাখি অধরখানিতে মেজে লয়ো নিরালাতে।
    তেলাকুচা – লতা গলায় পরিয়া
    মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া,
    হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে,
    তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে।
    ও পাড়ার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে;

    সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায়,
    মতলব কিছু আঁটিব যাহাতে খুশী তারে করা যায়!
    লাল আলোয়ানে ঘুঁটে কুড়াইয়া
    বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া
    এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায়,
    বলিব – কালিকে মটরের শাক এনে দেব বহু তায়।

    খুব ভোর ক’রে উঠিতে হইবে, সূয্যি উঠারও আগে,
    কারেও ক’বি না, দেখিস্ পায়ের শব্দে কেহ না জাগে
    রেল সড়কের ছোট খাদ ভরে
    ডানকিনে মাছ কিলবিল করে;
    কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেঁচে আগে ভাগে
    সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারো জানার আগে।

    ভর দুপুরেতে এক রাশ কাঁদা আর এক রাশ মাছ,
    কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ।
    ওরে মুখ – পোড়া ওরে বাঁদর।
    গালি – ভরা মার অমনি আদর,
    কতদিন আমি শুনি নারে ভাই আমার মায়ের পাছ;
    যাবি তুই ভাই, আমাদের গাঁয়ে যেথা ঘন কালো গাছ।

    যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গাঁয়।
    ঘন কালো বন – মায়া মমতায় বেঁধেছে বনের বায়।
    গাছের ছায়ায় বনের লতায়
    মোর শিশুকাল লুকায়েছে হায়!
    আজি সে – সব সরায়ে সরায়ে খুজিয়া লইব তায়,
    যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়।

    তোরে নিয়ে যাব আমাদের গাঁয়ে ঘন-পল্লব তলে
    লুকায়ে থাকিস, খুজে যেন কেহ পায় না কোনই বলে।
    মেঠো কোন ফুল কুড়াইতে যেয়ে,
    হারাইয়া যাস পথ নাহি পেয়ে;
    অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে,
    সারা গাঁও আমি খুজিয়া ফিরিব তোরি নাম বলে বলে(...)...
    গ্রামের সৌন্দর্য যাকে মুগ্ধ করতে পারেনি..! অন্য কিছুই তাকে মুগ্ধ করতে পারবে না😶 গ্রামের সৌন্দর্য ইন্টারনেটের ছবি দেখে কখনোই বোঝা সম্ভব নয়। গ্রামে এখনো মানুষ একে অপরকে যত্ন নেয়। কারণ গ্রামে কোন কিছুই গোপন থাকে না। আপনি নিজের সম্পর্কে সবকিছু একটি গ্রামেই আবিষ্কার করতে পারবেন। কোন রকম উপলব্ধি না করে একটি ছোট্ট গ্রামে হারিয়ে যাওয়া সম্ভব। তাইতো কবি জসীমউদ্দীন নিমন্ত্রণ কবিতায় বলেছেন... তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়; মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া, কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া; ঘাটের কিনারে আছে বাঁধা তরী পারের খবর টানাটানি করি; বিনাসুতি মালা গাথিছে নিতুই এপার ওপার দিয়া; বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া। তুমি যাবে ভাই- যাবে মোর সাথে, ছোট সে কাজল গাঁয়, গলাগলি ধরি কলা বন; যেন ঘিরিয়া রয়েছে তায়। সরু পথ খানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া, বনের হাওয়ায়, গাছের ছায়ায়, ধরিয়া রাখিবে তায়, বুকখানি তার ভরে দেবে বুঝি, মায়া আর মমতায়! তুমি যাবে ভাই যাবে মোর সাথে – নরম ঘাসের পাতে চম্বন রাখি অধরখানিতে মেজে লয়ো নিরালাতে। তেলাকুচা – লতা গলায় পরিয়া মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া, হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে, তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে। ও পাড়ার সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে; সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায়, মতলব কিছু আঁটিব যাহাতে খুশী তারে করা যায়! লাল আলোয়ানে ঘুঁটে কুড়াইয়া বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায়, বলিব – কালিকে মটরের শাক এনে দেব বহু তায়। খুব ভোর ক’রে উঠিতে হইবে, সূয্যি উঠারও আগে, কারেও ক’বি না, দেখিস্ পায়ের শব্দে কেহ না জাগে রেল সড়কের ছোট খাদ ভরে ডানকিনে মাছ কিলবিল করে; কাদার বাঁধন গাঁথি মাঝামাঝি জল সেঁচে আগে ভাগে সব মাছগুলো কুড়ায়ে আনিব কাহারো জানার আগে। ভর দুপুরেতে এক রাশ কাঁদা আর এক রাশ মাছ, কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ। ওরে মুখ – পোড়া ওরে বাঁদর। গালি – ভরা মার অমনি আদর, কতদিন আমি শুনি নারে ভাই আমার মায়ের পাছ; যাবি তুই ভাই, আমাদের গাঁয়ে যেথা ঘন কালো গাছ। যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গাঁয়। ঘন কালো বন – মায়া মমতায় বেঁধেছে বনের বায়। গাছের ছায়ায় বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে হায়! আজি সে – সব সরায়ে সরায়ে খুজিয়া লইব তায়, যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়। তোরে নিয়ে যাব আমাদের গাঁয়ে ঘন-পল্লব তলে লুকায়ে থাকিস, খুজে যেন কেহ পায় না কোনই বলে। মেঠো কোন ফুল কুড়াইতে যেয়ে, হারাইয়া যাস পথ নাহি পেয়ে; অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে, সারা গাঁও আমি খুজিয়া ফিরিব তোরি নাম বলে বলে(...)...
    Like
    Love
    2
    ·45 Visualizações ·0 Anterior
  • Like
    Love
    2
    ·70 Visualizações ·0 Anterior
  • Like
    Love
    2
    1 Comentários ·68 Visualizações ·0 Anterior
  • Like
    Love
    2
    1 Comentários ·72 Visualizações ·0 Anterior
  • গ্রামের বাড়ির উঠান থেকে বরই কুড়িয়েছেন কখনও কেউ❓
    গ্রামের বাড়ির উঠান থেকে বরই কুড়িয়েছেন কখনও কেউ❓
    Like
    Love
    2
    1 Comentários ·71 Visualizações ·0 Anterior
  • ⏸️ ফুরিয়ে যাক না সময়• কোনো একজন ফেসবুকে পোস্ট করছে 😂🤣
    ⏸️ ফুরিয়ে যাক না সময়• কোনো একজন ফেসবুকে পোস্ট করছে 😂🤣
    Haha
    1
    ·47 Visualizações ·0 Anterior
  • https://play.google.com/store/apps/details?id=xsquads.scarfall.battleroyalegame
    https://play.google.com/store/apps/details?id=xsquads.scarfall.battleroyalegame
    PLAY.GOOGLE.COM
    Not Found
    Like
    1
    ·167 Visualizações ·0 Anterior