التحديثات الأخيرة
  • কত বছর বয়সে 2025 ছুতে যাচ্ছেন🤍
    কত বছর বয়সে 2025 ছুতে যাচ্ছেন🤍
    Love
    2
    2 التعليقات 0 المشاركات 20 مشاهدة 0 معاينة
  • আলহামদুলিল্লাহ কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের রাস্তা ঘাট।
    আলহামদুলিল্লাহ কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের রাস্তা ঘাট।
    Love
    2
    1 التعليقات 0 المشاركات 21 مشاهدة 0 معاينة
  • অশান্তি বেড়ে গেলে ভাল মানুষদেরকে বেশি বেশি সালাম দেয়া শুরু করুন।
    সালামের জবাবে যখন তারা বলবে- (ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ) ‘আপনার উপরও শান্তি ও রহমত বর্ষিত হোক’, অবশ্যই কারো না কারো দোয়া কবুল হবেই।
    #১০৩পৃষ্ঠা_তাজ
    অশান্তি বেড়ে গেলে ভাল মানুষদেরকে বেশি বেশি সালাম দেয়া শুরু করুন। সালামের জবাবে যখন তারা বলবে- (ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ) ‘আপনার উপরও শান্তি ও রহমত বর্ষিত হোক’, অবশ্যই কারো না কারো দোয়া কবুল হবেই। #১০৩পৃষ্ঠা_তাজ
    Love
    2
    0 التعليقات 0 المشاركات 20 مشاهدة 0 معاينة
  • গ্রামের স্কুল পরিদর্শন করতে গেছেন
    এক পরিদর্শক। তিনি প্রথমেই
    ঢুকলেন ক্লাস এইটের রুমে।
    স্কুলের পড়াশোনার মান কেমন তা যাচাই করার জন্য সামনের বেঞ্চের এক ছাত্রীকে কিছু প্রশ্ন করলেন।

    পরিদর্শক: পশ্চিম বঙ্গের রাজধানীর নাম কি?

    ছাত্রী: মেদিনীপুর।

    পরিদর্শক: রাজধানীর নাম জানো না, তুমি ক্লাস এইটে উঠেছ কীভাবে? আমি তোমার নাম কেটে দেব।

    ছাত্রী: আমার তো স্কুলের খাতায় নামই নাই, আপনে কাটবেন কেমনে?

    পরিদর্শক: নাম নেই মানে?

    ছাত্রী: আমি স্কুলের মাঠে গরু নিয়া আইছিলাম, স্যারে কইলো তোরে দশ টাকা দিমু, তুই ক্লাসে আইসা বইসা থাক।

    পরিদর্শক: ছি! মাস্টার সাহেব, আপনার লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যবসা করছেন? আমি আপনাকে বরখাস্ত করব।

    ক্লাস শিক্ষক: (তাচ্ছিল্যের সুরে) আপনে আমারে বরখাস্ত করতে পারবেন না, আমি মাস্টার না। সামনে যে মুদি দোকানটা দেখতাছেন ওইটা আমার। মাস্টার সাবে আমারে কইলো, শহর থেইকা এক বেটা আইবো, আমি হাটে গেলাম, তুই ক্লাস ঘরে যাইয়া বইসা থাকবি।

    পরিদর্শক: (রেগেমেগে হেডমাস্টারের রুমে গিয়ে) আপনি হেডমাস্টার?

    হেডমাস্টার: হ্যাঁ, কোনো সমস্যা ?

    পরিদর্শক: কী করছেন আপনারা, এইসব নকল ছাত্র-শিক্ষক দিয়ে স্কুল চালান?

    হেডমাস্টার: আমি না, আমার মামা এই স্কুলের হেড স্যার। উনি জমি কেনা-বেচার দালালি করেন। আইজ কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন। আমারে কইছেন, পরিদর্শক আইলে দশ হাজার টাকার এই বান্ডিলটা দিয়া দিছ।

    পরিদর্শক: এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন। আসলে আমিও পরিদর্শক না, আমার চাচা পরিদর্শক। উনি ঠিকাদারির কাজও করেন। তাই টেন্ডার জমা দিতে পৌরসভায় গেছেন। আমাকে বললেন, তুই আমার হয়ে স্কুলটা পরিদর্শন করে আয়!

    🤣🤣🤣🤣??🤣🤣

    #১০৩পৃষ্ঠা_তাজ
    গ্রামের স্কুল পরিদর্শন করতে গেছেন এক পরিদর্শক। তিনি প্রথমেই ঢুকলেন ক্লাস এইটের রুমে। স্কুলের পড়াশোনার মান কেমন তা যাচাই করার জন্য সামনের বেঞ্চের এক ছাত্রীকে কিছু প্রশ্ন করলেন। পরিদর্শক: পশ্চিম বঙ্গের রাজধানীর নাম কি? ছাত্রী: মেদিনীপুর। পরিদর্শক: রাজধানীর নাম জানো না, তুমি ক্লাস এইটে উঠেছ কীভাবে? আমি তোমার নাম কেটে দেব। ছাত্রী: আমার তো স্কুলের খাতায় নামই নাই, আপনে কাটবেন কেমনে? পরিদর্শক: নাম নেই মানে? ছাত্রী: আমি স্কুলের মাঠে গরু নিয়া আইছিলাম, স্যারে কইলো তোরে দশ টাকা দিমু, তুই ক্লাসে আইসা বইসা থাক। পরিদর্শক: ছি! মাস্টার সাহেব, আপনার লজ্জা করে না, শিক্ষা নিয়ে ব্যবসা করছেন? আমি আপনাকে বরখাস্ত করব। ক্লাস শিক্ষক: (তাচ্ছিল্যের সুরে) আপনে আমারে বরখাস্ত করতে পারবেন না, আমি মাস্টার না। সামনে যে মুদি দোকানটা দেখতাছেন ওইটা আমার। মাস্টার সাবে আমারে কইলো, শহর থেইকা এক বেটা আইবো, আমি হাটে গেলাম, তুই ক্লাস ঘরে যাইয়া বইসা থাকবি। পরিদর্শক: (রেগেমেগে হেডমাস্টারের রুমে গিয়ে) আপনি হেডমাস্টার? হেডমাস্টার: হ্যাঁ, কোনো সমস্যা ? পরিদর্শক: কী করছেন আপনারা, এইসব নকল ছাত্র-শিক্ষক দিয়ে স্কুল চালান? হেডমাস্টার: আমি না, আমার মামা এই স্কুলের হেড স্যার। উনি জমি কেনা-বেচার দালালি করেন। আইজ কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন। আমারে কইছেন, পরিদর্শক আইলে দশ হাজার টাকার এই বান্ডিলটা দিয়া দিছ। পরিদর্শক: এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন। আসলে আমিও পরিদর্শক না, আমার চাচা পরিদর্শক। উনি ঠিকাদারির কাজও করেন। তাই টেন্ডার জমা দিতে পৌরসভায় গেছেন। আমাকে বললেন, তুই আমার হয়ে স্কুলটা পরিদর্শন করে আয়! 🤣🤣🤣🤣??🤣🤣 #১০৩পৃষ্ঠা_তাজ
    Haha
    2
    1 التعليقات 0 المشاركات 20 مشاهدة 0 معاينة
  • অনেক কথা হেসে উড়িয়ে দিতে হয়, কারন সবাইকে তো আর জু'তা মা'রা যায় না...🙂
    অনেক কথা হেসে উড়িয়ে দিতে হয়, কারন সবাইকে তো আর জু'তা মা'রা যায় না...🙂
    Haha
    1
    0 التعليقات 0 المشاركات 20 مشاهدة 0 معاينة
  • Me: আম্মু! গলা ব্যা'থা করতেছে।
    Ammu: ওইযে ওইদিন আইসক্রিম খাইছিলি মনে নাই? না করছিলাম আমি।😠

    trust me... that 'ওইদিন' was 3 months ago!🙂
    Me: আম্মু! গলা ব্যা'থা করতেছে। Ammu: ওইযে ওইদিন আইসক্রিম খাইছিলি মনে নাই? না করছিলাম আমি।😠 trust me... that 'ওইদিন' was 3 months ago!🙂
    Haha
    1
    0 التعليقات 0 المشاركات 20 مشاهدة 0 معاينة
  • পাহাড় বলে সুদৃঢ় আমি
    স্ফীত এই শিখর,,,,
    সে দেখেনি সমাপ্ত দম
    তবু হইনি তো নত.. 🙂
    পাহাড় বলে সুদৃঢ় আমি স্ফীত এই শিখর,,,, সে দেখেনি সমাপ্ত দম তবু হইনি তো নত.. 🙂
    Like
    1
    0 التعليقات 0 المشاركات 20 مشاهدة 0 معاينة
  • আসুন রাগ জরিপ করি-
    আমার স্কোর- ৮০ 🤕

    ১) কথা বলা বন্ধ করেছেন - ০৫।
    ২) বই ছিড়েছেন - ০৫।
    ৩) আয়না ভেঙেছেন - ০৫।
    ৪) মারধোর করেছেন- ১০।
    ৫) খাওয়া অফ করেছেন- ১০।
    ৬) রিমোট ছুড়ে ফেলেছন - ০৫।
    ৭) ভাতের থালা ভেঙেছেন/ছুড়েছেন - ১৫।
    ৮) বই ছুড়েছেন - ০৫।
    ৯) কাপড়-চোপড় ছুড়েছেন - ০৫।
    ১০)ফুলদানি ভেঙেছেন - ০৫।
    ১১) মোবাইল ভেঙেছেন - ১০
    ১২) হাঁড়ি-পাতিল ভেঙেছেন/ছুড়েছেন - ০৫।
    ১৩) গালি দিয়েছেন -১৫।

    *১-২৫ পেলে আপনি ধৈর্য্যশীল।

    *২৬-৪০ পেলে আপনার রাগ আছে এবং তা প্রদর্শন করেন তবে মাত্রা অতিক্রম করেন না।

    *৪১-৬৫ পেলে আপনি আপনি রাগী এবং রাগের বশে নিজেই নিজের ক্ষতি করেন যা অনুচিত।

    *৬৬-৮০ পেলে আপনার রাগ আপনার এবং আপনার পরিবারে বেশ প্রভাব ফেলে, সংযত হতে হবে।

    *৮১-১০০ পেলে আপনি যথেষ্ট বদমেজাজি ও তিরিক্ষি স্বভাবের। এতে আপনি ও আপনার পরিবার উভয়ই ক্ষতিগ্রস্ত ও অর্থনৈতিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত। ফিরে আসতে হবে, সংশোধন হতে হবে।
    আসুন রাগ জরিপ করি- আমার স্কোর- ৮০ 🤕 ১) কথা বলা বন্ধ করেছেন - ০৫। ২) বই ছিড়েছেন - ০৫। ৩) আয়না ভেঙেছেন - ০৫। ৪) মারধোর করেছেন- ১০। ৫) খাওয়া অফ করেছেন- ১০। ৬) রিমোট ছুড়ে ফেলেছন - ০৫। ৭) ভাতের থালা ভেঙেছেন/ছুড়েছেন - ১৫। ৮) বই ছুড়েছেন - ০৫। ৯) কাপড়-চোপড় ছুড়েছেন - ০৫। ১০)ফুলদানি ভেঙেছেন - ০৫। ১১) মোবাইল ভেঙেছেন - ১০ ১২) হাঁড়ি-পাতিল ভেঙেছেন/ছুড়েছেন - ০৫। ১৩) গালি দিয়েছেন -১৫। *১-২৫ পেলে আপনি ধৈর্য্যশীল। *২৬-৪০ পেলে আপনার রাগ আছে এবং তা প্রদর্শন করেন তবে মাত্রা অতিক্রম করেন না। *৪১-৬৫ পেলে আপনি আপনি রাগী এবং রাগের বশে নিজেই নিজের ক্ষতি করেন যা অনুচিত। *৬৬-৮০ পেলে আপনার রাগ আপনার এবং আপনার পরিবারে বেশ প্রভাব ফেলে, সংযত হতে হবে। *৮১-১০০ পেলে আপনি যথেষ্ট বদমেজাজি ও তিরিক্ষি স্বভাবের। এতে আপনি ও আপনার পরিবার উভয়ই ক্ষতিগ্রস্ত ও অর্থনৈতিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত। ফিরে আসতে হবে, সংশোধন হতে হবে।
    Like
    Love
    2
    0 التعليقات 0 المشاركات 20 مشاهدة 0 معاينة
  • যে ব্যক্তি অধিক পরিমাণ "সুরা ইখলাস" পাঠ করবে-তার লা'শ বহন করার জন্য "আল্লাহ তায়ালা হযরত জীবরাঈল (আ) কে প্রেরণ করবেন।

    ~হযরত মুহাম্মদ(সঃ)
    যে ব্যক্তি অধিক পরিমাণ "সুরা ইখলাস" পাঠ করবে-তার লা'শ বহন করার জন্য "আল্লাহ তায়ালা হযরত জীবরাঈল (আ) কে প্রেরণ করবেন। ~হযরত মুহাম্মদ(সঃ)
    Love
    1
    0 التعليقات 0 المشاركات 20 مشاهدة 0 معاينة
  • -যা যা ইচ্ছা জিজ্ঞেস করো?

    ১.নাম কি?
    ২. জন্ম তারিখ?
    ৩. পড়াশোনা কিসে?
    ৪. প্রিয় ফুল?
    ৫. প্রিয় রঙ?
    ৬. প্রিয় জায়গা?
    ৭. প্রিয় খাবার?
    ৮. প্রিয় পোশাক কি?
    ৯. প্রিয় লেখক কে?
    ১০. প্রিয় বই?
    ১১. হাড় ভেঙেছে কোনোদিন?
    ১২.ইন্স্টাগ্রাম আইডি আছে?
    ১৩. পোষাপ্রাণী আছে?
    ১৪. জেলার নাম কি?
    ১৫. কয়টা আইডি?
    ১৬.প্রিয় মানুষের নামের অক্ষর?
    ১৭. চুরি করেছেন কখনো?
    ১৮. ভূত দেখেছেন কখনো?
    ১৯. রান্না করেছেন কখনো?
    ২০. রক্তের গ্রুপ কি?
    ২১. মানুষ হিসেবে আপনি কেমন?
    ২২. একাকী বোধ করেন কখনো?
    ২৩. কিছু ফিরে পেতে চান?
    ২৪. কোথায় বেশি যেতে ইচ্ছা হয়?
    ২৫. প্রিয় বইয়ের নাম.?
    ২৬.কাউকে নিয়ে লিখেন?
    ২৭. কাউকে ভালোবাসেন?
    ২৮. শখ?
    ২৯. ভালো দিক?
    ৩০. খারাপ দিক?
    ৩১.কারো জন্য অপেক্ষা করেন?
    ৩২. অবসরে কী করেন?
    ৩৩. কাউকে বই গিফট করছেন?
    ৩৪. কখনো বই গিফট পেয়েছেন?
    ৩৫. একজনকে নিতে বললে কাকে নিবেন?
    ৩৬. মানুষের কোন জিনিসটা ভালো লাগে?
    ৩৭. কী করতে বেশি ভালোবাসেন?
    ৩৮. চিঠিপত্র লিখেছেন কখনো?
    ৩৯. নিজের কোন জিনিসটা পছন্দের?
    ৪০. নিজের কোন জিনিসটা অপছন্দের?
    ৪১. একপাক্ষিক ভালোবেসেছেন কাউকে?
    ৪২. আপনার জন্যে কেউ অপেক্ষা করে?
    ৪৩. কাউকে ফিরে পেতে চান?
    ৪৪. কাউকে মিস করেন?
    ৪৫. বিয়ে কবে করবেন?
    ৪৬. কেমন মেয়ে পছন্দ?
    ৪৭. বেস্টফ্রেন্ড ক'জন?
    ৪৮. জীবনে সবচেয়ে বেশি কোনটা প্রয়োজন?
    ৪৯. নিজেকে কত দিতে চান?
    ৫০. জীবনের লক্ষ্য কী?
    -যা যা ইচ্ছা জিজ্ঞেস করো? ১.নাম কি? ২. জন্ম তারিখ? ৩. পড়াশোনা কিসে? ৪. প্রিয় ফুল? ৫. প্রিয় রঙ? ৬. প্রিয় জায়গা? ৭. প্রিয় খাবার? ৮. প্রিয় পোশাক কি? ৯. প্রিয় লেখক কে? ১০. প্রিয় বই? ১১. হাড় ভেঙেছে কোনোদিন? ১২.ইন্স্টাগ্রাম আইডি আছে? ১৩. পোষাপ্রাণী আছে? ১৪. জেলার নাম কি? ১৫. কয়টা আইডি? ১৬.প্রিয় মানুষের নামের অক্ষর? ১৭. চুরি করেছেন কখনো? ১৮. ভূত দেখেছেন কখনো? ১৯. রান্না করেছেন কখনো? ২০. রক্তের গ্রুপ কি? ২১. মানুষ হিসেবে আপনি কেমন? ২২. একাকী বোধ করেন কখনো? ২৩. কিছু ফিরে পেতে চান? ২৪. কোথায় বেশি যেতে ইচ্ছা হয়? ২৫. প্রিয় বইয়ের নাম.? ২৬.কাউকে নিয়ে লিখেন? ২৭. কাউকে ভালোবাসেন? ২৮. শখ? ২৯. ভালো দিক? ৩০. খারাপ দিক? ৩১.কারো জন্য অপেক্ষা করেন? ৩২. অবসরে কী করেন? ৩৩. কাউকে বই গিফট করছেন? ৩৪. কখনো বই গিফট পেয়েছেন? ৩৫. একজনকে নিতে বললে কাকে নিবেন? ৩৬. মানুষের কোন জিনিসটা ভালো লাগে? ৩৭. কী করতে বেশি ভালোবাসেন? ৩৮. চিঠিপত্র লিখেছেন কখনো? ৩৯. নিজের কোন জিনিসটা পছন্দের? ৪০. নিজের কোন জিনিসটা অপছন্দের? ৪১. একপাক্ষিক ভালোবেসেছেন কাউকে? ৪২. আপনার জন্যে কেউ অপেক্ষা করে? ৪৩. কাউকে ফিরে পেতে চান? ৪৪. কাউকে মিস করেন? ৪৫. বিয়ে কবে করবেন? ৪৬. কেমন মেয়ে পছন্দ? ৪৭. বেস্টফ্রেন্ড ক'জন? ৪৮. জীবনে সবচেয়ে বেশি কোনটা প্রয়োজন? ৪৯. নিজেকে কত দিতে চান? ৫০. জীবনের লক্ষ্য কী?
    Love
    1
    0 التعليقات 0 المشاركات 20 مشاهدة 0 معاينة
  • 📝আফরুজা ইসলাম তাজ

    মেঘের মাঝে, পাহাড়ের চূড়ায়
    মনে হয় যেন আমি, মুক্ত পাখির মতো আকাশে ভাসি।
    দূরের ঝর্ণার কলতানে, প্রাণে নতুন সুর
    নিস্তব্ধ প্রকৃতির বুকে খুঁজে পাই আনন্দের ছোঁয়া।
    শান্ত বাতাসে ভেসে আসে, সুখের প্রতিধ্বনি।
    📝আফরুজা ইসলাম তাজ মেঘের মাঝে, পাহাড়ের চূড়ায় মনে হয় যেন আমি, মুক্ত পাখির মতো আকাশে ভাসি। দূরের ঝর্ণার কলতানে, প্রাণে নতুন সুর নিস্তব্ধ প্রকৃতির বুকে খুঁজে পাই আনন্দের ছোঁয়া। শান্ত বাতাসে ভেসে আসে, সুখের প্রতিধ্বনি।
    Love
    Yay
    4
    1 التعليقات 0 المشاركات 32 مشاهدة 0 معاينة
  • Love
    3
    1 التعليقات 0 المشاركات 35 مشاهدة 0 معاينة
المزيد من المنشورات